ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাটে ছাত্রদল সভাপতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ১০:৫১ এএম, ২০ নভেম্বর ২০১৭

লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মনিরের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নিজ বাসার নিম গাছ থেকে মরদেহটি উদ্ধার করেন তার স্ত্রী ও প্রতিবেশীরা।

ছাত্রনেতা মনিরুজ্জামান মনি আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকার কাপড় ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি লালমনিরহাট সরকারি কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণির ছাত্র এবং কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বছর নিজের পছন্দে বিয়ে করায় শ্বশুর ও বাবার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে মনিরুজ্জামানের। তার মা মারা যাওয়ার পর বাবা আরেকটি বিয়ে করে অন্যত্র থাকেন।

তার স্ত্রী কলেজ থেকে বাসায় ফিরে কোনো সাড়া-শব্দ না পেয়ে তার মরদেহ নিম গাছে ঝুলতে দেখেন। পরে প্রতিবেশীদের সহায়তায় মরদেহ উদ্ধার করেন।

প্রতিবেশী মিন্টু মিয়া জানান, তার বাবার সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রবিউল হাসান/এএম/আইআই