ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় বাসচাপায় যুবক নিহত

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ১০:৫৮ এএম, ২০ নভেম্বর ২০১৭

সাতক্ষীরার তালায় বাসচাপায় আলমগীর হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার তেঁতুলিয়া বিশ্বাসের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন তালা সদরের মুড়াকলিয়া গ্রামের ময়েজউদ্দীন শেখের ছেলে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে পাইকগাছাগামী একটি যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো-ব ৩০৯০) তেঁতুলিয়ার বিশ্বাসপাড়া মোড়ে পথচারী আলমগীর হোসেনকে চাপা দেয়। এতে আলমগীর হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস