দিনাজপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি
দিনাজপুর শহরের চকবাজার লেনে এক স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় `জোড়য়া ঘর` স্বর্ণের দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ডাকাত সদস্যদের আটকের জন্য অভিযান পরিচালনা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইফতারের সময় শহরের সবচেয়ে বড় স্বর্ণের দোকান `জোড়য়া ঘরে` তিনটি প্রাইভেটকার যোগে কয়েকজন ডাকত ডাকাতি করে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিলে তারা ১০/১৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন পালিয়ে যায়। বাকি ডাকাতরা পাশের মৃগিয়া হোটেলে আশ্রয় নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটকের জন্য ওই হোটেলে অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তবে ধারণা করা হচ্ছে সেখানে তারা অস্ত্র-সস্ত্রে সজ্জিত রয়েছে।
এমদাদুল হক মিলন/এআরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৩ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৪ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৫ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন