ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজনীতিতে সুস্থ ধারা চালু করেন তারেক জিয়া : ফখরুল

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২০ নভেম্বর ২০১৭

বাংলাদেশের রাজনীতিতে সুস্থ ধারা তারেক জিয়া চালু করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় যেদিন বাংলাদেশে আসলেন এবং রাজনীতিতে যোগ দেয়ার কথা বললেন সেদিন প্রথম তারেক জিয়া সাহেব তাকে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছিলেন। এ যে সংস্কৃতি, রাজনীতিতে একটা সুস্থ ধারা যেটি চালু করেন তারেক জিয়া।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে বিএনপির কার্যালয়ের সামনে তারেক জিয়ার ৫৩তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহ্ফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, তারেক জিয়া অনেক আগেই ডিজিটাল বাংলাদেশ তৈরির সূচনা করেন। সেজন্যই তারেক জিয়ার জনপ্রিয়তায় ভয় পেয়ে তাকে বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেফতার করে রিমান্ডে নিয়ে কোমর ভেঙে দেয়া হয়।

তিনি আরও বলেন, বিএনপি কাউকে ভয় পায় না। বিএনপির শক্তি হচ্ছে জনগণের শক্তি। জনগণকে সঙ্গে নিয়েই এ অবৈধ সরকারের পতন করা হবে। দেশকে বাঁচানোর জন্য অবৈধ সরকারের পতন করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, সহ-সভাপতি ও পৌর মেয়র ফয়সাল আমিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ওবায়দুল্লাহ মাসুদ, ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা যুবদলের সভাপতি আবু নূর ও সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।

পরে তারেক জিয়ার ৫৩তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও জেলা ছাত্রদলের আয়োজনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেক কাটেন। ওই সময় জেলা ছাত্রদলের সভাপতি কায়েস ও সাধারণ সম্পাদক ওহিদুলসহ সব সদস্যরা উপস্থিত ছিলেন।

মো. রবিউল এহসান রিপন/এএম/আইআই