সাতক্ষীরায় আ.লীগ নেতা হত্যার ঘটনায় গ্রেফতার ১
প্রতীকী ছবি
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যার ঘটনায় নিহতের ভাই সামিউল্লাহ বাদী হয়ে মামলা করেছেন। সোমবার রাতে আশাশুনি থানায় ১৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। মামলার আসামি আমিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুল ইসলাম শাহীন বলেন, ওহাব আলী পেয়াদাকে প্রধান আসামিসহ ১৫ জনের নাম উল্লেখ করে নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এরমধ্যে আমিরুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, রোববার রাতে আওয়ামী লীগ নেতা ছলেমান গাজীসহ কয়েকজন শোভনালী বাজারে সাহেব আলীর দোকানে ক্যারাম খেলছিলেন। এসময় একটি মোবাইল থেকে কল আসায় তড়িঘড়ি করে ছলেমান বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর সোমবার সকালে কৈখালি এলাকার বেড়িবাঁধের উপর তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ছলেমান গাজী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঝায়ামারি গ্রামের মৃত মোকছেদ গাজীর ছেলে ও কালিগঞ্জের নলতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। তাছাড়া তিনি ভূমিহীনদের একাংশের নেতৃত্ব দিচ্ছিলেন।
আকরামুল ইসলাম/এফএ/এমএস