ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি আটক

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৯:০৪ এএম, ২২ নভেম্বর ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুরে রোজি আক্তার (৩৩) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে স্বামীর বাড়ি থেকে রোজির মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রোজির স্বামী মুকছেদ আলী (৩৫) ও শাশুড়ি হাফিজা খাতুনকে (৫৫) আটক করেছে।

রোজির ভাই রাজিব হোসেন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই ভগ্নিপতি মুকছেদ যৌতুকের দাবিতে তার বোনের উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। দাবি পূরণে অপারগ হলে রোজির উপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়।মঙ্গলবার রাতে রোজিকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম বলেন, রোজির গলায় কালো দাগ এবং দুই কান থেকে রক্ত বের হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

এরশাদ/এফএ/আরআইপি

আরও পড়ুন