রায়পুরে নার্সদের অবহেলায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের অবহেলায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার ভোরে তাদের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে নার্স রেহানা আক্তার ও নাসিমা পলাতক রয়েছেন।
নবজাতকসহ নিহত রোজিনা উপজেলার খাসেরহাট এলাকার এমরান হোসেনের স্ত্রী।
এদিকে সকালে নিহতের স্বজনরা ক্ষুদ্ধ হয়ে হাসপাতাল ঘেরাও করে। এ সময় তারা নার্সদের বিচারেরর দাবিতে ভিভিন্ন স্লোগান দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের পরিবার জানায়, রোববার রাতে প্রসব বেদনা অনুভূত হলে রোজিনাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন সেবিকা রেহানা ও নাসিমা রোগীকে দেখে ইনজেকশন পুশ করে ট্যাবলেট খাওয়ান। পরে ব্যথা বাড়লে তাদেরকে চিকিৎসক ডেকে অস্ত্রোপাচার (সিজার) করার জন্য বলা হয়। এ সময় তারা স্বাভাবিকভাবে সন্তান প্রসব হবে বলে স্বজনদের জানিয়ে কালক্ষেপণ করেন। একপর্যায়ে রোজিনা ছেলে সন্তান প্রসব করলেও শিশুটি মারা যায়। এর কিছুক্ষণ পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোজিনারও মৃত্যু হয়।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. বাহারুল আলম জানান, রোগীর স্বজনদের অভিযোগ পেয়েছি। এ ঘটনায় কারও দায়িত্বে অবহেলা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
রায়পুর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. সোলায়মান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান