ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় জাল টাকাসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৩ জুলাই ২০১৫

কুমিল্লার চৌদ্দগ্রামে জাল টাকার নোটসহ মিলাদুর নবী (২৪) নামে এ যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে উপজেলার সাতবাড়িয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মিলাদুর নবী উপজেলার বাঘাইপুস্করনী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লায় জাল টাকার নেটওয়ার্ক বিস্তার করেছে কয়েকটি সংঘবদ্ধ চক্র। গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের সাতবাড়িয়ায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ। এ সময় এক হাজার টাকার পাঁচটি জাল নোটসহ মিলাদুর নবীকে করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

কামাল উদ্দিন/এআরএ/আরআই