ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগ নেত্রী খুন : অটোরিকশা চালককে খুঁজছে পুলিশ

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৯:০১ এএম, ২৩ নভেম্বর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের হাতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার (৪০) খুনের ঘটনায় পরিবারের অভিযোগের বাইরেও তদন্ত করছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নবীনগর থানা ভবনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নিহতের ভাই ৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় স্বপ্নার সঙ্গে তাদের বিরোধ ছিল বলে উল্লেখ করা হয়েছে। তবে মামলার বাইরেও আমরা কিছু বিষয়ে তদন্ত করে দেখছি।

তিনি বলেন, আমরা ইতোমধ্য স্বপ্না নিয়মিত যে সিএনজি অটোরিকশায় চলাচল করতেন সেটির চালক জাহাঙ্গীরকে থানায় এনে জিজ্ঞাসাদ করেছি। তবে ঘটনার সময় স্বপ্না যে সিএনজি অটোরিকশায় ছিলেন সেটির চালককে এখনও আটক করা যায়নি। যদি ওই চালক ও সিএনজি অটোরিকশা সম্পর্কে তথ্য পাওয়া যায় তাহলে তদন্ত অনেক দূর এগোবে।

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা আগে থেকেই ওঁৎ পেতে ছিল। ধারালো কিছু দিয়েই মাথায় আঘাত করে স্বপ্নাকে খুন করা হয়েছে। তবে চোখের উপরে গুলির যে নমুনা পাওয়া গেছে ফরেনসিক প্রতিবেদন না পেয়ে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাবে না।

এর আগে গতকাল বুধবার রাতে নবীনগন উপজেলার বাঙ্গরা উত্তর সরকারি প্রাথমিক বিদালয়ের সামনে স্বপ্নাকে খুন করে তার রক্তাক্ত মরদেহ ফেলে রাখে দুর্বৃত্তরা।

আজিজুল সঞ্চয়/এমএএস/পিআর

আরও পড়ুন