ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হত্যা : দুই জেএমবির শুনানি অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ১১:৫৪ এএম, ২৩ নভেম্বর ২০১৭

কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিষ্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যাকাণ্ডের অন্যতম আসামি জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজিব গান্ধী (২৫) ও গোলাম রব্বানীকে (২২) কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ ওএইচএম ইলিয়াস হোসাইনের আদালতে বিস্ফোরক মামলায় এই দুইজনের শুনানি অনুষ্ঠিত হয়।

আসামিদের পক্ষে আইনজীবী না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির ও অ্যাডভোকেট সফিকুল ইসলাম আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, আসামি জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজিব গান্ধীর আবেদনের প্রেক্ষিতে জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক আমাকে এবং আসামি গোলাম রব্বানীর আবেদনের প্রেক্ষিতে অ্যাডভোকেট সফিকুল ইসলামকে আইনজীবী হিসেবে নিযুক্ত করা হয়। আজকে শুনানি অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন জানান, বিচারক আসামি পক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর আসামিদের বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক আইনে ৩, ৪ ও ৬ ধারায় অভিযোগ গঠন করেন এবং সাক্ষীর জন্য আগামী ২৩ ও ২৪ জানুয়ারি দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ মার্চ কুড়িগ্রাম সদরের গাড়িয়াল পাড়া এলাকায় সকালে প্রাতঃভ্রমণের সময় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় ধর্মান্তরিত খ্রিষ্টান মুক্তিযোদ্ধা হোসেন আলীকে।

এ সময় হত্যাকারীরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা হয়।

নাজমুল হোসেন/এএম/আইআই