ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিজের বুকে গুলি করে যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৪ নভেম্বর ২০১৭

পাবনা পৌর এলাকার ছাতিয়ানী মহল্লায় নিজের বুকে গুলি করে বাবু খন্দকার (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত বাবু খন্দকার ছাতিয়ানী ফজলে রাব্বি সড়ক এলাকার মনি খন্দকারের ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় মারামারি ও ভাঙচুরের দুটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবু খন্দকার নিজ বাড়িতে তার কাছে থাকা পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করেন। এ সময় তার মা বাইরে থেকে বাড়িতে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বাবুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ সময় আত্মহত্যায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করে পুলিশ।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বাবু খন্দকারের আত্মহত্যার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেছেন।

আরএআর/পিআর