নির্বাচনে সব দল অংশ নেবে বলে বিশ্বাস হানিফের
অাগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে অনুষ্ঠিত হবে জানিয়ে অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল অালম হানিফ বলেছেন, এ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আমার বিশ্বাস। তবে অনেক দল দর কষাকষি করে বাড়তি সুযোগ সুবিধা নিতে চায়।
শনিবার দুপুরে রাজবাড়ীর পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পাংশা উপজেলা অাওয়ামী লীগের কর্মী সম্মেলনে যোগদানের আগে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা অাছে, সে অনুযায়ী কাকে কতটুকু আর কোন ক্ষমতা দিয়ে নিয়োগ করবেন সেটা তাদের দ্বায়িত্ব। এই বিষয়ে অামাদের বলার কিছু নাই।
কর্মী সম্মেলনে পাংশা উপজেলা অাওয়ামী লীগের সভাপতি একেএম সফিকুল মোরশেদ অারুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ অাসনের সাংসদ মো. জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ অাসনের সাংসদ কাজী কেরামত অালী, সংরক্ষিত মহিলা অাসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী প্রমুখ।
রুবেলুর রহমান/এফএ/এমএস