শেরপুরে টানা বর্ষণে শহরজুড়ে জলাবদ্ধতা
শেরপুরে টানা বর্ষণে জেলা শহরজুড়ে জলাবদ্ধতার সষ্টি হয়েছে। এতে শহরবাসী চরম দুর্ভোগের শিকার হয়েছে। ১৪৩ বছরের পুরোনো শেরপুর পৌর এলাকায় আজোবধি পরিকল্পিত ড্রেনেজ ব্যাবস্থা গড়ে না উঠায় সামান্য বৃষ্টিতেই শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দেয়।
টানা বর্ষণে পৌর এলাকার চকবাজার, মাধবপুর, খরমপুর, টিক্কাপাড়া, চাপাতলী, মুন্সিবাজার, বাগরাকসা, গৌরীপুর, ঢাকলহাটি, গৃর্দানারায়নপুর, গাঙ্গিনারপাড়, শেখহাটি, বাগবাড়ি, চকপাঠকসহ বেশ কিছু এলাকা জলাবদ্ধতায় পানিতে তলিয়ে গেছে।
এসময় স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে দারুণ দুর্ভোগে পড়ে। চাকুরিজীবিসহ বিভিন্ন পেশার মানুষ তাদের কর্মস্থলে যাতায়াতেও চরম দুর্ভোগের শিকার হয়। সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছে দিন মজুর ও শ্রমিক শ্রেনীর মানুষেরা। বৃষ্টির কারণে কাজ না পেয়ে তারা মানবেতর জীবন-যাপন করছে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ জনকে ঠেলে দিলো বিএসএফ
- ২ তারেক রহমানের প্রত্যাবর্তনে নির্বাচনের গতি-মাত্রা বেড়েছে
- ৩ খালেদা জিয়ার মনোনয়নপত্র হাতে পেলো বগুড়ার নির্বাচন পরিচালনা কমিটি
- ৪ বিএনপি সবসময় কোরআন সুন্নাহর পক্ষে ছিল ও আছে: মির্জা ফখরুল
- ৫ বিএনপি নেতাকর্মীদের অবরোধ, তৃতীয় দফায় ঢাকা-ময়মনসিংহে ট্রেন বন্ধ