নবীনগরে আ.লীগ নেত্রী খুন : গ্রেফতার ২
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার হত্যার ঘটনায় সাঈদ (৩৫) ও আবু জাহের (৩২) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার মধ্যরাতে তাদের গ্রেফতার করা হলেও রোববার দুপুরে পুলিশ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতার সাঈদ নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামের ধন মিয়ার ছেলে ও আবু জাহের একই ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আবু জাহেরকে নবীনগরের জিনোদপুর ইউনিয়নের জিনোদপুর গ্রাম ও সাঈদকে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গত বুধবার (২২ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা স্বপ্না আক্তারকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় ওইদিন মধ্যরাতে স্বপ্নার ভাই আমির হোসেন ৭ জনের নামে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর নামে এক সিএনজি চালিত অটোরিকশার চালককে আটক করে পুলিশ।
আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম