হাসপাতালের টয়লেটে পাগলির সন্তান প্রসব, তোলপাড়
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় রোমানা আক্তার (২০) নামের এক মানসিক ভারসাম্যহীন তরুণী সরকারি হাসপাতালের টয়লেটে মৃত বাচ্চা প্রসব করেছেন।
সোমবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের পাশের টয়লেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। অনেকেই বলছেন, মেয়েটি ধর্ষণের শিকার।
ঘটনার পর তরুণীকে উদ্ধার করে হাসপাতালের মহিলা বেডে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত ওই তরুণীর কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি স্থানীয় ভূঁইয়া বাড়ির জনৈক রুবেলের স্ত্রী বলে দাবি করছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, দুপুর ১২টার দিকে মেয়েটি পাবলিক টয়লেটে ঢুকে মৃত বাচ্চা প্রসব করে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে নিবিড়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে ও স্বজনদের খোঁজ নেয়া হচ্ছে।
চিকিৎসক ইসরাত জাহান বলেন, মৃত বাচ্চটিকে ওই তরুণীর পাশেই বাক্সবন্দি করে রাখা হয়েছে। বাচ্চাটিকে কোথায় কবর দেয়া হবে- তা নিয়ে চিন্তায় রয়েছি।
এএম/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান