উজিরপুরে নেতা-কর্মীদের তোপের মুখে আ.লীগ নেতা
ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় দলীয় নেতা-কর্মীদের তোপের মুখে পড়েছেন বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবাল।
বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মারমুখী হয়ে তেড়ে আসলে দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে উপজেলা চেয়ারম্যান ইকবাল রক্ষা পান। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উজিরপুর উপজেলা পরিষদের ডাকবাংলাতে এ ঘটনা ঘটে।
সভায় অংশ নেয়া আওয়ামী লীগের একধিক নেতা জানান, পাবর্ত্য শান্তি চুক্তি দিবস পালনে জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আজ ডাকবাংলোতে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা হয়।
উপজেলা চেয়ারম্যান ও তার সহযোগীরা সভার শুরু থেকে প্রভাব বিস্তারের চেষ্টা চালান। ফলে শুরু থেকে সভায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
সভার শেষ পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন সমাপনী বক্তৃতা দেয়ার সময় উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল তাকে বাধা দেন।
এ সময় এসএম জামালের সমর্থক এক শ্রমিক নেতা প্রতিবাদ করলে উপজেলা চেয়ারম্যান ইকবাল ওই শ্রমিকলীগ নেতাকে ধমক দেন। ক্ষিপ্ত হয়ে ওই শ্রমিকলীগ নেতা তেড়ে যান চেয়ারম্যান ইকবালের কাছে।
তখন সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার ও পৌর মেয়র গিয়াস উদ্দিনের হস্তক্ষেপে রক্ষা পান উপজেলা চেয়ারম্যান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বলেন, সভাপতি এসএম জামাল হোসেন বক্তৃতা করার সময় উপজেলা চেয়ারম্যানের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তা নিয়ে নেতাকর্মীরা উত্তেজিত হলেও তাদের বুঝিয়ে শান্ত করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা চেয়ারম্যানের হাফিজুর রহমানের মোবাইলে একাধিবার কল দেয়া হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।
সাইফ আমীন/এএম/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান