ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে পিকআপ দুর্ঘটনায় সাবেক পুলিশ সদস্য নিহত

প্রকাশিত: ০৭:৫১ এএম, ০৬ জুলাই ২০১৫

মাদারীপুরে দুটি পিকাআপের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম মাতুব্বর (৬৫) নামের এক সাবেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হন আরো ২ জন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের উত্তর শিরখাড়া গ্রামের মৃত জলিলউদ্দিনের ছেলে। আহতদের নাম পাওয়া যায়নি।

মাদারীপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সুলতান মাহমুদ জাগো নিউজকে জানান, দুটি পিকাআপের সংঘর্ষে সাবেক ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এমজেড/পিআর