ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০৬ জুলাই ২০১৫

গাইবান্ধার  সাদুল্যাপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় মোসলেম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। এর আগে রোববার দুপুরে জমি সংক্রান্ত ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তিনি।

নিহত মোসলেম উদ্দিন সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফ ফাজিল গ্রামের মৃত গয়েশ প্রধানের ছেলে।

এলাকাবাসী জানান, মোসলেম উদ্দিনের সাথে একই গ্রামের ছকু মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলে আসছিল। বিরোধের জের ধরে ছকু মিয়া তার লোকজন নিয়ে মোসলেম উদ্দিনের উপর হামলায় চালায়। এতে মোসলেম উদ্দিন গুরুতর অসুস্থ হলে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনায় মোসলেম উদ্দিনের মৃত্যু হয়েছে।

সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, এ ঘটনায় নিহতের ছেলে দুলা মিয়া বাদী হয়ে সাদুল্যাপুর থানায় সোমবার একটি হত্যা মামলা দায়ের করেছেন।

অমিত দাশ/এসএস/এমএস