ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় গাঁজাভর্তি মাইক্রোবাসসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৮:২৮ এএম, ০৪ ডিসেম্বর ২০১৭

নওগাঁর বদলগাছী উপজেলায় ১১০ কেজি গাঁজাভর্তি মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার বেলা ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার রাত ১২টার দিকে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শ্রীরামপুর থেকে দ্বীপগঞ্জ সড়কের বলরামপুর গ্রামের পূর্ব পাশের ব্রিজের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- চাঁদপুর জেলার আহম্মেদ নগর গ্রামের নুরুল ইসলামের ছেলে সেলিম হোসেন (৪০) এবং গাড়িচালক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল বারেক (২৫)।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুর রফিক বলেন, উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা এবং গাড়ির মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

ওসি বলেন, গাঁজা ব্যবসায়ীরা কুমিল্লা জেলা থেকে গাঁজা নিয়ে নওগাঁ শহরের অথবা বদলগাছী উপজেলার গাঁজা ব্যবসায়ীর কাছে সরবরাহ করার পরিকল্পনা করছিল।

আগ থেকে আমাদের কাছে ওই গাড়ির নম্বরসহ বিভিন্ন তথ্য থাকায় সহজে তাদের গ্রেফতার করতে সক্ষম হই। এ ঘটনায় বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

আব্বাস আলী/এএম/জেআইএম