ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৩:০৭ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৭

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পৌর কাউন্সিলরসহ ১৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার পারকোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

আহতরা হলেন- শাহজাদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বেল্লাল হোসেন (৩৬), নূর আলম শেখ (৪০), সেলিম (২৭), আইয়ুব আলী (২০), রাজ্জাক (৩০), খলিল (৫০), সমিরন বেগম (৩৭), কনক খাতুন (২২), হাসানুর (২৭), আফান (৫০), শাহীন (২০), রানা (২৫), ওয়ায়জুল (৩০), শহিদুল (৩২) ও রেজাউল (৩৫)। আহতদের শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পারকোলা উত্তরপাড়া গ্রামের নূর আলম শেখের সরিষারখেত নষ্ট করে জোরপূর্বক জমি থেকে মাটি কেটে বিক্রির চেষ্টা করে শাহজাদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বেল্লাল হোসেনের পক্ষের লোকজন। এ সময় নূর আলম গ্রুপের লোকজন বাধা দিলে উভয়পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষই লাঠি, ফালা, হলঙ্গা, টেঁটা, বল্লম, রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হন।

এ ব্যাপারে নূর আলম শেখ বলেন, আমার সরিষাখেত নষ্ট করে জোরপূর্বক জমি থেকে মাটি কেটে বিক্রির চেষ্টা করে শাহজাদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বেল্লাল হোসেনের লোকজন। এতে বাধা দিলে কাউন্সিলর বেল্লাল হোসেনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে আমাদের ওপর হামলা করে।

এ বিষয়ে কথা বলতে শাহজাদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বেল্লাল হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে তার বন্ধু কামরুল হাসান হিরোক বলেন, ওই জমির মাটির অগ্রিম দাম নিয়েও ফসল না ওঠা পর্যন্ত মাটি কাটতে বাধা দেয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্তরা মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আরআইপি