চাঁদাবাজি করতে গিয়ে ২ ভুয়া সাংবাদিক আটক
প্রতীকী ছবি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গাজীপুরে দুই ভুয়া সাংবাদিক গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হয়েছেন। সোমবার দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কাপাসিয়া চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে আমজাদ হোসেন খান (৩৫) ও পশ্চিম জয়দেবপুর এলাকার আ. বাতেনের ছেলে মো. মিনহাজুল মাহমুদ (৩৫)। আটক আমজাদ হোসেনের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে সাংবাদিক পরিচয়ে ওই দুই ব্যক্তি গাজীপুর পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী অ্যাড. আ ক ম মোজাম্মেল হক, সাংসদ জাহিদ আহসান রাসেলসহ অন্তত ৪০ জনের নাম সম্বলিত একটি দাওয়াত কার্ড পুলিশ সুপারকে প্রদান করে চাঁদা দাবি করেন।
পরে পুলিশ সুপার খবর নিয়ে জানাতে পারেন অতিথিদের অনুমতি না নিয়ে কার্ড ছাপিয়ে তারা সাংবাদিক পরিচয়ে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা আদায় করছেন।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, তার অনুমতি ছাড়াই দাওয়াত কার্ডে নাম ছাপা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম জানান, অনুমতি ছাড়া ওই দাওয়াতপত্রে তার নামও ছাপা হয়েছে।
আটকদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ