ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজ ভ্যানচালকের সন্ধান চান পরিবার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৫ ডিসেম্বর ২০১৭

সিরাজগঞ্জের কামারখন্দে ৬ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ভ্যানচালক আলমাছের। এ ঘটনায় চিন্তায় পড়েছেন নিখোঁজের পরিবার। নিখোঁজ ভ্যানচালক আলমাছ আলী (৩৫) উপজেলার রায়দৌলতপুর গ্রামের মৃত নওশাদের ছেলে।

ভ্যানচালক আলমাছের স্ত্রী জহুরা জানান, গত বুধবার রাতে টাকা আনার জন্য ঢাকার উত্তরায় ছেলের কাছে যান আলমাছ। রাত ৭টার দিকে ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে চিত্রা ট্রেনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন।

রাত ১০টার দিকে মুঠোফোনে তার সঙ্গে কথা হলে তিনি তখন জানান, জয়দেবপুর স্টেশনে আছি। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। কিন্তু ৬ দিন পার হলেও তার কোনো সন্ধান না পেয়ে সন্তানসহ ও স্বজনরা দুশ্চিন্তার মধ্যে আছেন।

আলমাছের স্ত্রী জহুরা বলেন, যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান দিতে পারেন তাহলে ০১৭৪৬-২৯২৯১১ ও ০১৭৪৭-২৩৯১৭৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস