সিরাজগঞ্জে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জে রাহিমা বেগম (৫৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার ও কাজিপুরে গাছের নিচে চাপা পড়ে রুস্তম আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে বগুড়ার ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রুস্তমের মৃত্যু হয় ও রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী এলাকা থেকে রাহিমা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত রাহিমা বেগম রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতী গ্রামের সিকিম আলীর স্ত্রী ও রুস্তম আলী কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চর ভানুডাঙ্গা গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।
সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাবিবুল্লাহ জানান, মৃত রাহিমা বেগম মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের লোকজন দাবি করেছে। দুপুরে ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোখলেসুর রহমান নান্নু জানান, মঙ্গলবার সকালে চর ভানুডাঙ্গা গ্রামে নিজের জমির পাশে গাছ কাটছিলেন রুস্তম আলী। এ সময় ওই গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথে তার মৃত্যু হয়।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/আইআই