নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
প্রতিকী ছবি
নড়াইলের লোহাগড়া উপজেলার মো. আসাদ (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। তিনি লোহাগড়া উপজেলা কাশিপুর ইউনিয়নের শারুলিয়া গ্রামের মৃত্য আলেক মোল্লার ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শারুলিয়া গ্রামে দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। তারই জের ধরে মঙ্গলবার সকালে আসাদ বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন হাসপাতলে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফার রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
হাফিজুল নিলু/এমজেড/এমএস