যথাসময়ে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সহায়ক সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বলতে সংবিধানে কিছু নেই। জাতীয় নির্বাচন যথাসময়ে বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।
বুধবার বিকেলে সিরাজগঞ্জ পৌরসভা চত্বরে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে ও পৌরসভার সার্বিক সহযোগিতায় জেলার জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, আন্দোলনের নামে পেট্রল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যাকারী দল বিএনপির সহায়ক সরকারের দাবির জন্য নির্বাচন বন্ধ থাকবে না। দেশের জনগণ বিএনপির সব আন্দোলন প্রত্যাখ্যান করেছে। জনগণের ভোটের অধিকার নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়রম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ মণ্ডল, মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোহাম্মাদ শামসুজ্জামান প্রমুখ।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, মোস্তফা কামাল খান, বিমল কুমার দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ ইসাহাক আলী, সাধারণ সম্পাদক দানীউল হক মোল্লা, কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের চাঁন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস