ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় কলেজছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৮:২০ এএম, ০৭ জুলাই ২০১৫

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গলায় ওড়না পেচিয়ে শারমিন আকতার (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে নিজ ঘরে ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে।

শারমিন আকতার উপজেলার ভাবিচা ইউনিয়নের রাওতাড়া (গাবতলী) গ্রামের আলহাজ্ব শামসুদ্দিনের মেয়ে এবং নিয়ামতপুর ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে সেহরি খাওয়ার জন্য শারমিনকে ডাকলে সে অসুস্থতার কথা বলে সেহরি খাবে না বলে জানায় । সবাই সেহরি খেয়ে ঘুমিয়ে পড়লে নিজ ঘরে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে শারমিন। সকালে ঘুম থেকে না উঠলে বাড়ির সদস্যরা অনেক ডাকাডাকি করে। পরে না উঠলে দরজা ভেঙে দেখে শারমিন তীরের সাথে ওড়না পেচিয়ে ঝুলে আছে।

নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক বলেন, আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এসএস/পিআর