ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মৌলভীবাজারে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০২:১১ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৭

মৌলভীবাজারে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে শাহবাব রহমান (২৩)। অপরজন সদর উপজেলার দুর্লবপুর গ্রামের বিলাল হোসেনের ছেলে মাহি আহমদ (১৮)।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ বলেন, ধারণা করা হচ্ছে- ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখছি। দু’জনের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।

এএম/জেআইএম