ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে প্রাণ-আরএফএলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:১৬ এএম, ০৮ জুলাই ২০১৫

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগে গাজীপুরের কালীগঞ্জের মূলগাঁও এলাকায় কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল পার্কে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

বিশেষ অতিথি হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ও উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। অনুুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাণের পরিচালক ইলিয়াছ মৃধা।



এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাণের জেনারেল ম্যানেজার (প্রশাসন) শামসুল আলম মিয়া, ব্যবস্থাপক (প্রশাসন) মো. আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আহমেদুল কবিরসহ প্রাণ-আরএফএলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এর আগে, প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর আরোগ্য ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন প্রাণ-আরএফএলের ইন্ডাস্ট্রিয়াল পার্ক জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আবুল হাসান।

আব্দুর রহমান আরমান/এসএস/এমএস