ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৭:৪৭ এএম, ০৮ জুলাই ২০১৫

রাজবাড়ী জেলা সদরের বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে তাসলিমা বেগম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

গত মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে তাসলিমার শ্বশুর বাড়িতে। নিহত তাসলিমা ভবদিয়া গ্রামের হায়াত আলী শিকদারের মেয়ে । তিনি পার্শ্ববর্তী ইউনিয়ন দাদশীর মাধবলক্ষীকোলের রাহিম শেখ এর স্ত্রী।

নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের দাগ থাকায় এলাকাবাসী গৃহবধূর এ মৃত্যুকে রহস্যজনক বলে সন্দেহ করছেন।

তবে এ ঘটনার পর থেকে নিহতের স্বামী রাহিম শেখ সাত মাসের শিশু ছেলে আলামিনকে নিয়ে পালিয়েছেন।

নিহত তাসলিমার বাবা হায়াত আলী শিকদার জাগো নিউজকে জানান, তার মেয়ে ভালোভাবেই সংসার করছিলো। তার স্বামী রাহিম তাসলিমার উপর প্রতিনিয়ত অত্যাচার ও নির্যাতন চালাতো। রাহিম যেহেতু পালিয়েছে তাহলে সেই আমার মেয়েকে হত্যা করেছে। আামি মেয়ে হত্যার সুষ্ঠু বিচার চাই এবং নাতি আলামিনকেও ফেরত চাই।

অন্যদিকে তাসলিমার প্রতিবেশি মো. আতা ফকির জাগো নিউজকে জানান, ঘটনার দিন সন্ধ্যায় এলাকার নারীরা তাসলিমাকে তার ঘরের আড়ার সঙ্গে গলায় কাপড় পেচানো অবস্থায় ঝুলতে দেখে উদ্ধার করেন।

সদর থানা থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) মো. ফরিদ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে আত্মহত্যা না। তবে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে নিশ্চিত করে বলা যাবে। মরদেহের ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিহত তাসলিমার বাবা হায়াত আলী শিকদার বাদী হয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

রুবেলুর রহমান/এমজেড/পিআর