রাজবাড়ীতে ফেনসিডিল ও মদসহ ১ জন গ্রেফতার
রাজবাড়ীতে ৭১৮ বোতল ফেনসিডিল ও ৪ বোতল হুইসকিসহ (মদ) সুন্দর আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টায় সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়টি জানানো হয়।
মঙ্গলবার রাতে জেলা সদরের সূর্য্যনগর রেলগেট এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত পাওয়ার ট্রিলার, ফেনসিডিল ও মদসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় আলমগীর নামে এক ব্যাক্তি পালিয়ে যান। গ্রেফতারকৃত সুন্দর চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আবুল কাসেমের ছেলে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম জাগো নিউজকে জানান, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় গত মঙ্গলবার রাতে সুর্য্যনগর রেলগেট এলাকায় চুয়াডাঙ্গলার জীবননগরের উথুলী বাজার থেকে আসা কৃষি পরিবহনের একটি ইঞ্জিন চালিত পাওয়ার ট্রিলারে তল্লাশি করে ফেনসিডিল, মদ ও ট্রলিসহ সুন্দর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তবে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রুবেলুর রহমান/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- ২ কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের পর এবার ইউএনওকে বদলি
- ৩ ধামরাইয়ে বেড়াতে যাওয়া নারীকে ‘ধর্ষণকাণ্ড’, যা জানা গেলো
- ৪ ধানের শীষকে হারিয়ে তারেক রহমানকে বিজয় উপহার দিতে চান শেখ মজিবুর
- ৫ আমি হাঁস চেয়েছিলাম, আল্লাহর রহমতে পেয়েছি: রুমিন ফারহানা