গাজীপুরে আগুনে পুড়েছে দুইটি ঝুটের গুদাম
প্রতীকী ছবি
গাজীপুর সিটি কর্পোরেশনের দেওলিয়াবাড়ি এলাকায় রোববার দিবাগত মধ্যরাতে দুইটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় সোমবার সকালে আগুন নেভায়।
গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, রাত ৩টার দিকে দেওলিয়াবাড়ি এলাকায় মাহফুজ ও উজ্জল মিয়ার মালিকানাধীন দুটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে।
প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় সোমবার সকাল ৯টার দিকে আগুন নেভানো হয়। আগুনে গুদামে থাকা ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আমিনুল ইসলাম/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান