গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছনি। বুধবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায় নি। তার বয়স আনুমানিক (৩০)।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সফিউল আলম জানান, বুধবার ভোরে চন্দ্রা এলাকার হাজী মোহাম্মদ আলী সুপার মার্কেটের মোশারফ হোসেনের মালিকানাধীন মায়ের আচল বস্ত্রালয়ে ওই যুবক তালা ভেঙে ঢুকে। পরে দোকানের সাটার বন্ধ করে ব্যাগে বিভিন্ন মালামাল ভরছিল।
সকালে মালিক মোশারফ সাটার খুলে দোকানে ঢুকার সময় ওই যুবক পাশের সাটার খুলে পালানোর চেষ্টা করে। এসময় মোশারফ চিৎকার শুরু করলে স্থানীয় জনতা তাকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে সকাল সোয়া ৯টার দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
মো. আমিনুল ইসলাম/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ