ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তানোরে মসজিদের ইমামের কারাদণ্ড

প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৮ জুলাই ২০১৫

রাজশাহীর তানোরে সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি মোবাইলে ছড়ানোর অভিযোগে শাহিন আলম (২৮) নামে এক মসজিদের ইমামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে তানোর থানা পুলিশ তাকে মুন্ডুমালা বাজার থেকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হাজির করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান ভুঞা।
 
তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জাগো নিউজকে জানান, উপজেলার চন্দন কোঠা গ্রামের শাহিন আলম তার সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি মোবাইলে ছড়ার অভিযোগে মুন্ডুমালা পৌর কাউন্সিলার নাহিদ হাসান তাকে হাতেনাতে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এ রায় দেন।

শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি