ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় মাদকবিরোধী সাইকেল র‌্যালি

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৮:১৪ এএম, ১৩ ডিসেম্বর ২০১৭

আগামী প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে ভোলায় মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে র‌্যালির উদ্বোধন করেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।

ভোলা জেলা পুলিশের অয়োজনে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাইকেলসহ বিভিন্ন মাদকবিরোধী স্লোগান নিয়ে র‌্যালিতে অংশ নেয়। পরে র‌্যালিটি বাংলা স্কুল মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার চত্বরে গিয়ে শেষ হয়।

bhola

এসময় পুলিশ সুপার (এসপি) মো. মোকতার হোসেন, সহকারী পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, মীর মো. সাফিন মাহমুদ ও শেখ সাব্বির হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া সাইকেল র‌্যালিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ স্কুল কলেজের শতাধীক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এফএ/আইআই

আরও পড়ুন