ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৭

বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সম্পর্কে কূটক্তি ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে দু’টি মামলা করা হয়েছে।

এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে অপরটি তদন্ত করার জন্য সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের লোকজন এবং বর্তমান সরকারকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগমের আদালতে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সালাউদ্দিন ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ মো. আরিফুল ইসলাম মামলা দু’টি করেন। মামলায় রাষ্ট্রদ্রোহীতা ও মানহানির কথা উল্লেখ করা হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আদালত মামলা দু’টি আমলে নিয়ে মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি এবং রাষ্ট্রদ্রোহীতার মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

আজিজুল সঞ্চয়/এএম/আইআই