ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে দুই গরু ব্যবসায়ীসহ ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ১২:৫২ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭

বাগেরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী ও এক পরিবহন চালক নিহত হয়েছেন।

শনিবার ভোরে খুলনা-বাগেরহাট মহাসড়কের ধরের ব্রিজ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রোহান পরিবহন ও চুকনগরগামী গরু ব্যাসায়ীদের একটি পিকআপভ্যানকে ধাক্কা দিলে দুই গরু ব্যাবসায়ীসহ ৪ জন আহত হয়।

তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতারে নিলে গরু ব্যবসায়ী আল আমিন ও মিজানকে নিহত ঘোষণা করেন চিকিৎসক।

এসময় পিকআপ চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। একই দিন বেলা সাড়ে বারোটার দিকে বাগেরহাট খুলনা মহাসড়কের বারাকপুর বাজার এলাকায় হানিফ পরিবহন ও মীমজাল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে হানিফের ড্রাইভার মুকুল নিহত হয় ।

এসময় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে বাগেরহাট সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে ।

নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার কোড়ামারা এলাকার রাঙ্গামিয়ার ছেলে গরু ব্যবসায়ী আল আমিন (৩৬) ও দেপাড়া গ্রামের সেকেন্দার শেখের ছেলে গরু ব্যবসায়ী মিজান (৩৮) ও কুড়িগ্রামের উলিপুর উপজেলার গনকপাড়া গ্রামের কেরামত আলীর ছেলে মুকুল (৪০)।

শওকত আলী বাবু/এমএএস/আরআইপি