ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আলমডাঙ্গায় ডোবা থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৬:৪৪ এএম, ১১ জুলাই ২০১৫

চুয়াডাঙার আলমডাঙ্গা উপজেলার কোর্টপাড়া এলাকার ডোবা থেকে মুগ্ধ (১৭) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুগ্ধ উপজেলার কলেজপাড়া এলাকার দৈনিক স্পন্দন পত্রিকার সাংবাদিক জামশেদুল হক ওরফে মনিরের ছেলে এবং আলমডাঙা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মুগ্ধ কোর্টপাড়ায় বন্ধুর কাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। সকালে এলাকাবাসী রাস্তার পাশের ডোবায় তার মরদেহ ভাসতে দেখে আলমডাঙা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বাবা সাংবাদিক জামশেদুল হক জানান, তার ছেলে ডোবার পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় দুপুরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সালাউদ্দিন কাজল/এসএস/আরআইপি