কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ডাকাত সদস্য বলে দাবি পুলিশের।
শুক্রবার ভোরে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের চাদাগাড়া নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ২টি পাইপগান, একটি রামদা, একটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, এক রাউন্ড শুটারগানের গুলি ও ২ রাউন্ড পাইপগানের গুলি ও বেশ কিছু মোটা দড়ি উদ্ধার করেছে।
কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে গাছের সঙ্গে তার বেঁধে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি যৌথ টিম সেখানে অবস্থান নেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশের উপর গুলি ছোড়ে। এতে পুলিশও পাল্টা জবাব দিলে দু'পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত এক ডাকাতকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আল-মামুন সাগর/এফএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান