ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বদলগাছীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২২ ডিসেম্বর ২০১৭

নওগাঁর বদলগাছী থেকে ইয়াবাসহ রায়হান ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর পূর্বপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। রায়হান ইসলাম একই গ্রামের মৃত জরিপ উদ্দিনের ছেলে।

ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রফিক বলেন, পুলিশ সুপার ইকবাল হোসেনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুর পূর্বপাড়া গ্রামে ডিবি পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় রায়হান ইসলামের বাড়ি থেকে ৪০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। ঘটনায় বদলগাছী থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

আব্বাস আলী/এআরএস