ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে পৃথক ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭

গাজীপুরের পৃথক দুটি স্থান থেকে পায়ের রগকাটা অবস্থায় এক যুবক এবং আহতাবস্থায় এক ছেলে শিশুকে উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছে। শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের সারদাগঞ্জ উত্তরপাড়া থেকে ওই যুবককে এবং শুক্রবার দিবাগত রাতে একই সিটি কর্পোরেশনের ভূরুলিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

নিহত যুবকের আনুমানিক বয়স ৩০ বছর। তার পরণে সাদা চেক টাউজার ও নীল রঙের গেঞ্জি রয়েছে। শিশুর বয়স আনুমানিক ৮ বছর। তবে তাদের নাম-পরিচয় পাওয়া জায়নি।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সকালে সারদাগঞ্জ উত্তরপাড়া এলাকায় আহতবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। দুই পায়ের রগ কাটা এবং মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যায়।

অপরদিকে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ভূরুলিয়া এলাকায় রেল ক্রসিংয়ের সংলগ্ন জঙ্গলের পাশে অজ্ঞাত এক শিশুকে কান্নাকাটি করতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যায়। ওই শিশুটি ট্রেন থেকে পড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি

আরও পড়ুন