লোকালয়ে মায়া হরিণ
ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীর সৈয়দপুর মাছঘাটে মিঠা পানির সন্ধানে ভেসে আসা একটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে হরিণটি উদ্ধারের পর চর জহির উদ্দিনের গহীন বনে অবমুক্ত করা হয়।
বন বিভাগ দৌলতখান উপজেলা বন কর্মকর্তা মো. সোহেল হোসেন ও দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, মিঠা পানির সন্ধানে মেঘনা নদীতে পানি খেতে এসে একটি হরিণ নদীতে ভেসে যায়। এ সময় হরিণটি দৌলতখান উপজেলার মেঘনা নদীর সৈয়দপুর মাছঘাট এলাকায় কামাল মাঝির জালে আটকা পড়ে।
খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ হরিণটিকে সেখান থেকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে। পরে বিকেলে হরিণটিকে তজুমদ্দিন উপজেলার চর জহির উদ্দিনের বনে অবমুক্ত করা হয়।
উল্লেখ্য, শীত মৌসুমে গহীন বনে মিঠা পানির অভাবে প্রায়ই লোকালয় চলে আসে হরিণ। তখনই এসব হরিণ মানুষের হাতে ধরা পড়ে।
এএম/আরআইপি