ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে এএসপির বাসভবনে গুলি

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৮:২৮ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭

গোপালগঞ্জের মুকসুদপুর-কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপারের (এএসপি) বাসভবনে গুলি করেছে সন্ত্রাসীরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির বাইরে থেকে ছোড়া একটি গুলি বাসভবনের জানালার গ্লাস ভেঙে ড্রইংরুমের টেলিভিশনে লেগেছে। এ ঘটনায় জেলার পুলিশ প্রশাসনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার সত্যতা স্বীকার করে মুকসুদপুর-কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুসাইন মোহম্মদ রায়হান জানান, ঘটনার সময় তিনি বাসভবনের বাইরে ছিলেন। স্থানীয় সেলিম মৃধার বাড়ির নীচতলায় ভাড়া করা ফ্লাটে তার অফিস এবং বাসা। সেখানে তিনি তার পরিবার নিয়ে থাকেন। সন্ত্রাসীরা তার বাসভবনে গুলি করেই রাতের অন্ধকারে পালিয়ে যায়। গুলিটি একটি পিস্তলের।

তিনি বলেন, গত সপ্তাহে পুলিশের হাতে পিস্তল সনেট গ্রেফতারের ঘটনার সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এস এম হুমায়ূন কবীর/আরএআর/পিআর

আরও পড়ুন