সংসদ সদস্যের বিরুদ্ধে আ.লীগ প্রার্থীর অভিযোগ
নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পলি বেগম সংবাদ সম্মেলন করে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন।
সোমবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পলি বেগম অভিযোগ করেন, হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আমার স্বামী হত্যা মামলার প্রধান আসামি গোলাম মোহাম্মদকে প্রার্থী করেছেন সংসদ সদস্য।
আচারণবিধি লঙ্ঘন করে সংসদ সদস্য ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছেন। ভোটারদের ডেকে এনে তার পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দেয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। অর্থের বিনিময়ে ভাড়াটে সন্ত্রাসী এনে প্রশাসনকে ম্যানেজ করে নির্বাচন ভিন্ন দিকে প্রভাবিত করার অপচেষ্টা করছেন।
যে কারণে এ ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন পলি বেগম। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জোর দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা এমদাদুল হক, প্রচার সম্পাদক দেবাশীষ কুন্ডু মিটুল, বিজ্ঞান ও প্রযুক্তবিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, সদস্য ওয়াহিদুজ্জামান হিরা, যুবলীগ নেতা গাউসুল আজম মাসুম, শেখ সালাউদ্দিন নান্না, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল, কালিয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান বিউটি খানম ও সালামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহম্মেদ প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট কালিয়া উপজেলার হামিদপুর ইউপি চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্লা সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর ইউনিয়নের চেয়ারম্যানের পদটি শূন্য হয়।
হাফিজুল নিলু/এএম/আইআই