ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সীগঞ্জে গুণীজন সম্মাননা

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ১০:৫৯ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭

মুন্সীগঞ্জে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ১৬১ জন শিক্ষার্থীকে পুরস্কার ও ঝর্ণা আক্তারকে সম্মাননা দেয়া হয়।

সোমবার সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি (মুন্সীগঞ্জ) মো. জাহাঙ্গীর আলমের সভাপত্বিতে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুনতাসীর মামুন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, দলনেতা চীনা প্রত্নতাত্ত্বিক খনন দল (নাটেশ্বর) প্রফেসর ড. চাই হুয়ানবো ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি নূহ-উল আলম লেনিন ও স্বাগত বক্তব্য দেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক মো. শাহীন খান।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আইআই

আরও পড়ুন