ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইচ্ছে পূরণ হলো না স্বামী-স্ত্রীর

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১২:৫২ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জে দেশ ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ যাত্রী আহত হয়েছেন। আহতদের উল্লাপাড়ার সাখোয়াত মেমোরিয়াল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সোমবার ভোর রাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ গ্রামের আব্দুস সাত্তার (৭৫) ও তার স্ত্রী মালেকা বেগম (৬৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী (ওসি) এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার রাতে দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী কোচে আব্দুস সাত্তার তার স্ত্রীকে নিয়ে ওমরা হজ পালনের জন্য রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিলেন। সোমবার ভোররাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত ও আরও অন্তত ৭ যাত্রী আহত হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/পিআর