শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনকারী গ্রেফতার
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের কামারখন্দে খেত থেকে মুলা তোলার অপরাধে শিশু রিফাতকে (৫) হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। সোমবার রাতে শিশুটির বাবা মুকুল প্রামাণিক বাদী হয়ে মুলাখেতের মালিক খোকন সরকারকে একমাত্র আসামি করে মামলাটি করেন।
এদিকে মামলা দায়েরের পরপরই নির্যাতনকারী খোকন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার খোকন উপজেলার জামতৈল ইউনিয়নের বড়কুড়া গ্রামের আজিজল হকের সরকারের ছেলে।
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান এ তথ্য নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর সোমবার রাতে অভিযান চালিয়ে খোকনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম