ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে অবৈধ দখলদারদের রুখতে সওজের অভিযান

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ১১:২৬ এএম, ২৬ ডিসেম্বর ২০১৭

বাগেরহাটে মহাসড়কের দু’পাশের অবৈধ দখলদারদের রুখতে অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার সকাল ১০টা থেকে জেলার ফকিরহাট উপজেলার নওয়াপাড়া মোড় থেকে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে কর্তৃপক্ষ।

বুলড্রোজার দিয়ে ফকিরহাটে রাস্তার দু'পাশে গড়ে তোলা অবৈধ শতাধিক স্থাপনা ভেঙে গুড়িয়ে ফেলা হয়। অভিযান চলাকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম, বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী মহাসড়কের দু’পাশের জায়গা দখল করে স্থাপনা গড়ে তোলে। মহাসড়কের পাশে এসকল ঝুকিপূর্ণ অবৈধ্য স্থাপনার কারণে প্রায় সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষ হতাহতসহ নিরাপদ যান চলাচলা বিঘ্নিত হয়ে আসছে।

jagonews24

তিনি আরও বলেন, সকাল ১০টায় ফকিরহাট থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযানের প্রথম দিনে শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের এক সপ্তাহ আগে মাইকিং করে মহাসড়কের দু'পাশের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। উচ্ছেদ অভিযান পরিচালনার পূর্বে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তর সড়কের দু’পাশে লাল পতাকা গেড়ে সীমনা নির্ধারণ করা হয়।

শওকত আলী বাবু/এমএএস/আরআইপি