ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১২ জুলাই ২০১৫

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গাজীপুরে ব্র্যাক জেন্ডার ক্লাবের সদস্যরা দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। রোববার দুপুরে জেলা ব্র্যাক জিকিউএএল কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত সদস্যদের নিয়ে গঠিত মনিপুর এলাকার সিটপাড়া জেন্ডার ক্লাব সদস্যরা এ কর্মসূচি পালন করেন।

জেন্ডার ক্লাব সদস্যরা ওই এলাকার প্রায় ১৫০ জন অসহায় দুস্থ মানুষের মাঝে সেমাই, চিনি ও শুকনো খাবার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইজাদুর রহমান মিলন।

জেন্ডার ক্লাবের সভা প্রধান সমাজসেবক মো. মোজাক্কর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মুন্সি, ক্যাশিয়ার আসমা বেগম, সেক্টর স্পেশালিস্ট মো. আহসান হাবীব প্রমুখ।
                    
আমিনুল ইসলাম/এআরএ/এমআরআই