নাসিরনগরে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক ইমামের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।
বুধবার বিকেলে উপজেলার কুণ্ডা ইউনিয়নের ইবরাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বাচ্চু মিয়া (৩৫) কুণ্ডা গ্রামের মৃত কুদরত আলীর ছেলে ও স্থানীয় একটি মসজিদের ইমাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইবরাহিমপুর গ্রামের একটি বাড়িতে লজিং থেকে মসজিদে ইমামতি করতেন বাচ্চু মিয়া। বুধবার বিকেলে ওই বাড়িতে দুপুরের ভাত খেতে যান তিনি। এ সময় বাড়িতে ওই শিশুটি একা ছিল। এ সুযোগে বাচ্চু মিয়া শিশুটিকে যৌন নিপীড়ন করে।
পরে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, অভিযুক্ত ইমামকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আজিজুল সঞ্চয়/বিএ