ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামের রাজারহাট সড়কের বেহাল দশা

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১০:০৩ এএম, ১৩ জুলাই ২০১৫

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে উলিপুর-রাজারহাট সড়ক। এ সড়কের প্রায় ১০ কি. মি. অংশ খানা-খন্দে ভরপুর হওয়ায় যান চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ছোট-বড় দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটছে। এতে পথচারী ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, কুড়িগ্রাম-রাজারহাট হয়ে চিলমারীগামী, রাজারহাট-তিস্তা এবং রাজারহাট-খেদাবাগ পাকা রাস্তাগুলো গত বছর মেরামত করা হলেও তা মাত্র এক বছরের ব্যবধানে কার্পেটিং উঠে খানা-খন্দে ভরে গেছে।

এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রকৌশলী জিকেএম আনোয়ারুল আলম বলেন, রাস্তাগুলো মেরামত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র পাঠানো হয়েছে এবং বরাদ্দ পেলে মেরামতের কাজ করা হবে।

নাজমুল হোসেন/এসএস/আরআই